[email protected] ঢাকা | বুধবার, ৩রা ডিসেম্বর ২০২৫, ১৯শে অগ্রহায়ণ ১৪৩২
thecitybank.com

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে অবাস্তব পদক্ষেপ নেবে না জামায়াত: ডা. শফিকুর রহমান

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২ ডিসেম্বার ২০২৫, ১৮:৫৩

ছবি: সংগ্রহীত
ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে অবাস্তব বা অযৌক্তিক কোনও পদক্ষেপ নেবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (০২ নভেম্বর) রাজধানীর মিরপুরে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
 
ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারলে ধনী-গরিব সবাই উপকৃত হবে। অব্যবস্থাপনার বিরুদ্ধে জামায়াতের কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে বলেও জানান তিনি।
 
চিকিৎসা খাতে অনিয়মের কথা উল্লেখ করে তিনি বলেন, কমিশনের আশায় কিছু চিকিৎসক অপ্রয়োজনীয় ওষুধ ও অতিরিক্ত টেস্ট লিখে দেন। পরকালের ভয় ও নৈতিকতা থাকলে এসব অনিয়ম কেউ করতে পারে না।
 
রাজনৈতিক নেতৃত্বে সদিচ্ছা ও সৎ মানসিকতা থাকলে দেশ ও সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন জামায়াতের আমির।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর