[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ২৭শে নভেম্বর ২০২৫, ১৩ই অগ্রহায়ণ ১৪৩২
thecitybank.com

নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৭ নভেম্বার ২০২৫, ১৮:৫০

ছবি: সংগ্রহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানে তার নির্বাচনী ৩ আসনে কোনো প্রার্থী দেবে না গণ অধিকার পরিষদ। দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘খালেদা জিয়ার সম্মানে দিনাজপুর-৩ আসনে কোনো প্রার্থী দেবে না গণ অধিকার পরিষদ। একই সঙ্গে তিনি যেসব আসন থেকে নির্বাচন করবেন, সেখানেও দলটি কোনো প্রার্থী দেবে না।’
 
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিজয়নগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণ অধিকার পরিষদের দ্বিতীয় ধাপে প্রার্থী ঘোষণাকালে এ তথ্য জানান তিনি।
 
এবার ১৫০ আসনে প্রার্থী ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ। এ নিয়ে মোট ২০০ আসনে নির্বাচনী প্রার্থী ঘোষণা করল দলটি।
 
গণ অধিকার পরিষদ ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করবে জানিয়ে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান সব আসনে প্রার্থীদের জনসংযোগের পরামর্শ দেন।
 
নির্বাচনী জোট নিয়ে রাশেদ খান বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী অনেকগুলো রাজনৈতিক দলের সঙ্গেই নির্বাচনী জোটের প্রাথমিক আলোচনা চলছে।
 
তবে কোনোটাই এখন পর্যন্ত চূড়ান্ত নয়। জোট হলে আলোচনা সাপেক্ষে প্রার্থিতা দেওয়া হবে।’
 
তিনি আরো বলেন, ‘একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের সমর্থন রয়েছে। তবে আগে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে পরিবেশ তৈরি করতে হবে।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর