শুধু সরকার নয়, সবকিছুকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। জবাবদিহিতা ছাড়া কোনো দেশ চলতে পারে না। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে আইডিবির মিলনায়তনে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৫ বছর পূর্তি উৎসব অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, যেসব ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে, ইন্স্যুরেন্স থেকে টাকা নিয়ে গেছে, বিভিন্নভাবে টাকা নিয়ে গেছে, এই কোম্পানিগুলো কিন্তু শেষ হয়ে গেছে। যারা টাকা নিয়ে গেছে তারা লাভবান হয়েছে। কিন্তু কোম্পানির কর্মকর্তা, কোম্পানির সঙ্গে জড়িত সংশ্লিষ্ট যারা কাজ করে, তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে।
আমীর খসরু বলেন, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যেসব ব্যাংকে টাকা রেখেছে, অনেকগুলো ব্যাংক কিন্তু টাকা ফেরত দিতে পারছে না। ইন্স্যুরেন্স কোম্পানিও কিন্তু টাকা ফেরত দিতে পারছে না। ২০টার বেশি কোম্পানি এরকমই হবে।
তিনি বলেন, এই যে অবস্থা বাংলাদেশে চলেছে, এটা চলতে পারে না। আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ দেশের দায়িত্বভার দেয়, আমরা এটা হতে দেব না। এসব জায়গায় বড়ো ধরনের সংস্কার হবে। রেগুলেটরি বডিগুলোকে শক্তিশালী করতে হবে। নিরপেক্ষ করতে হবে।
আওয়ামী লীগ দলীয় বিবেচনা দলের লোকজনদের ব্যাংক, ইন্স্যুরেন্স দিয়ে দেশের অর্থনীতি ধ্বংস করেছে বলেও মন্তব্য করেছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: