[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ৯ই পৌষ ১৪৩২
thecitybank.com

সাংবাদিকতার মানদণ্ড থাকা অত্যন্ত জরুরি: আখতার

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৪ নভেম্বার ২০২৫, ১৯:৪৭

ছবি: সংগ্রহীত
আখতার হোসেন বলেছেন, সাংবাদিকতার মানদণ্ড থাকা অত্যন্ত জরুরি। 
 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সাংবাদিকতার সবচেয়ে বড় সংকট হলো কারা সাংবাদিক তা সুস্পষ্ট নয়। প্রচুর সিটিজেন জার্নালিস্ট হয়েছেন, যার কারণে পেশাদার সাংবাদিকদের সঙ্গে নতুন সাংবাদিকদের মধ্যে মর্যাদাগত বিস্তর পার্থক্য তৈরি হয়েছে। তাই সাংবাদিকতার মানদণ্ড থাকা অত্যন্ত জরুরি। 
 
সোমবার (২৪ নভেম্বর) ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত ‘মিডিয়া সংস্কার প্রতিবেদনের পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
আখতার হোসেন বলেন, গণমাধ্যম কার্যালয়ের ভেতরে বড় ধরনের রাজনীতি বিদ্যমান। নিজেদের মতাদর্শ অনুযায়ী লোক নিয়োগের প্রথা আছে। এই আভ্যন্তরীণ কলুষতা দূর করতে কাজ করতে হবে। জনগণের পক্ষে কাজ করতে রাজনীতিবিদ এবং গণমাধ্যম একসঙ্গে কাজ করবে।
 
তিনি আরও বলেন,  ফ্যাসিবাদের উত্থান ও বিস্তার রোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ফ্যাসিবাদী বয়ান তৈরি করতে সাংবাদিকরা যেমন নিজেদের যুক্ত করেছেন, তেমনি নিপীড়নও সহ্য করেছেন। ফলে এক দৃষ্টিতে বিষয়টি জটিল হয়ে দাঁড়ায়।
 
সাংবাদিকদের সম্মানী, পারিশ্রমিক ও নিরাপত্তাহীনতা একটি বড় সমস্যা। সুনির্দিষ্ট বেতন কাঠামো না থাকায় স্বাধীন সাংবাদিকতাকে ব্যাঘাতের সম্মুখীন হতে হয়। মুখাপেক্ষী অবস্থার কারণে পক্ষপাতমূলক সংবাদ প্রকাশে মানসিক চাপও পড়ে। 
 
আখতার হোসেন বলেন, বেতন নিশ্চিত করা প্রয়োজন, কিন্তু এর জন্য আইনগত কোনো প্রতিকার নেই। গণমাধ্যম কার্যালয়ের ভিতরে রাজনীতি ও নিজস্ব মতাদর্শের লোক নিয়োগের সমস্যা দূর করতে হবে। জনগণের পক্ষে কাজ করতে হলে রাজনীতিবিদ ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে।
 
ডেস্ক/ই.ই
 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর