[email protected] ঢাকা | সোমবার, ২৪শে নভেম্বর ২০২৫, ১০ই অগ্রহায়ণ ১৪৩২
thecitybank.com

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির দাবি নিয়ে যা বললেন রিজভী

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৪ নভেম্বার ২০২৫, ১৮:৩৫

ছবি: সংগ্রহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি করার যে দাবি তুলেছেন শিক্ষকরা সেটি শতভাগ যৌক্তিক।
 
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে চলমান আন্দোলনে নন-এমপিও শিক্ষকদের সঙ্গে সংহতি জানাতে আসেন তিনি।
 
নন-এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে সরকারের উদাসীনতা লজ্জাজনক বলেও মন্তব্য করেন তিনি।
 
রিজভী বলেন, স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষিত মানুষরা আজ ফুটপাতে বসে অনশন করছেন। কিন্তু সরকার-প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। সরকারের আমলাতান্ত্রিক জটিলতার কারণেই শিক্ষকরা আজ অনাহারে জীবনযাপন করছেন। এটা শুধু সরকারের লজ্জা নয়, জাতির লজ্জা।
 
এসময় শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করার দাবি দ্রুত বাস্তবায়ন করার আহ্বান জানান রিজভী।
 
জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবেন বলে বিএনপি বিশ্বাস করে।
সাম্প্রতিক সময়
 
ডেস্ক/ই.ই

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর