সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মোটরসাইকেল শোভাযাত্রায় প্রচারকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
দেশের বিভিন্ন স্থানে জামায়াত মনোনীত প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রায় কয়েকটি দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর দলটির শীর্ষ নেতৃত্ব দাঁড়িপাল্লার প্রচারণায় মোটরসাইকেল শোভাযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হলো।
জামায়াত সেক্রেটারি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জেলা/মহানগরী নির্বাচনি এলাকায় মোটরসাইকেল র্যালি ও শোভাযাত্রা লক্ষ্য করা যাচ্ছে। এসব কর্মসূচিতে কয়েকটি দুর্ঘটনা ও আহতের প্রেক্ষাপটে আমিরে জামায়াত এখন থেকে সব জেলা/মহানগরী নির্বাচনি এলাকায় মোটরসাইকেল র্যালি ও শোভাযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: