[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ৯ই পৌষ ১৪৩২
thecitybank.com

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৩ নভেম্বার ২০২৫, ২০:৫৬

ছবি: সংগ্রহীত
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষাতের মুহূর্ত।
 
বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
 
রোববার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর সিটি হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
 
এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল আজ সকালে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
 
শনিবার সকালে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান শেরিং টোবগে। ড্রুক এয়ারের একটি বিমান সকাল ৮টা ১৫ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানান।
 
দুই দিনের সফর শেষে সোমবার (২৪ নভেম্বর) সকালে ভুটানের প্রধানমন্ত্রী থিম্পুর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।
 
ডেস্ক/ই.ই

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর