বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী নির্বাচনে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার করবে। শনিবার (২২ নভেম্বর) বিকালে চাঁদপুরের কচুয়ায় বিএনপির উদ্যোগে কচুয়া সরকারী ডিগ্রী কলেজ মাঠে এক জনসভায় তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, এই বিশাল জনসভা অন্যায়, জুলুম, মিথ্যা মামলা, গণতন্ত্র হত্যার বিরুদ্ধে প্রতিবাদ।
এ সময় তিনি চাঁদপুর -১ কচুয়া আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের হাতে ধানের শীষ তুলে দেন।
প্রধান বক্তা ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, নির্বাচন ও তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র চলছে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে জনগণ সব ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবে।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: