[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ৯ই পৌষ ১৪৩২
thecitybank.com

জামায়াতের কুমতলবের বিরুদ্ধে সব্বোর্চ প্রতিরোধ গড়ে তুলুন: হারুনুর রশিদ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৩ নভেম্বার ২০২৫, ১৭:৪৫

বামে হারুনুর রশিদ, শাহজাহান চৌধুরী। ছবি: সংগ্রহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমতলবের বিরুদ্ধে সব্বোর্চ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। রবিবার (২৩ নভেম্বর) বিকেলে এক ফেসবুক পোস্টে এই আহবান জানান তিনি।

গতকাল জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন,  নির্বাচন শুধু জনগণকে দিয়ে নয়। আমি ন্যাশনালি বলব না, যার যার নির্বাচনী এলাকায়, যারা আছে প্রশাসনে যারা আছে, তাদেরকে অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে।

তার পরিপ্রেক্ষিতে বিএনপি নেতা হারুনুর রশিদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে এই প্রতিক্রিয়া জানান।

পাঠকদের উদ্দ্যেশ্যে বিএনপি নেতা হারুনুর রশিদের স্টাস্টাসটি তুলে ধরা হলো:-

জামাত নেতা শাহজাহান চৌধুরী প্রকাশ্যে বলেছে, “প্রশাসন আমাদের কথায় উঠবে বসবে, আমাদের কথায় গ্রেপ্তার/ মামলা করবে।” এই ধরনের কথা শুধু বিপজ্জনক নয় এটি সেই একই ফ্যাসিস্ট মানসিকতা যার কারনে ২০২৪ সালে অগনিত সাধারন জনতা, ছাত্র, নারী, শিশু, এমনকি প্রশাসন সদস্য নির্মন ভাবে প্রান হারান বাংলাদেশ বহুবার দেখেছে - রাষ্ট্রযন্ত্র ও প্রশাসনকে যখন দলীয়করণ করা হয়। তখন নিরিহ জনতা ও রাজনৈতিক কর্মীদের উপর নির্যাতন, দমন, গুম আর বর্বরতা দৈনন্দিন স্বাভাবিকতায় রুপ নেয়।

আজ জামাত আবার সেই একই ভাষায় রাষ্ট্র দখলের ঘোষণা, হুকুম দিচ্ছে। আমি সকল বাংলাদেশী নাগরিককে ও প্রশাসনিক সদস্যদের আহবান জানাই।  জামাতের এই কুমতলবের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলুন। আমাদের দেশের গণতন্ত্র ও সাধারন মানুষের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষা করুন।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর