[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ২০শে নভেম্বর ২০২৫, ৬ই অগ্রহায়ণ ১৪৩২
thecitybank.com

রাজনৈতিক প্রতিপক্ষকে ‘ফ্যাসিস্টের দোসর’ ট্যাগের প্রবণতা বেড়ে গেছে: নুর

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৯ নভেম্বার ২০২৫, ২০:২৯

ছবি: সংগ্রহীত
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘হুমকি-ধমকি দিয়ে আর কেউ জনপ্রতিনিধি হতে পারবে না। জনগণের ভোট ছাড়া ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ কিংবা জাতীয় সংসদের কোনো পদে কেউ আর আসতে পারবে না।’
 
আজ বুধবার নিজের নির্বাচনী এলাকা পটুয়াখালী-৩ আসনের দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে আয়োজিত এক পথসভায় নুর এসব কথা বলেন। 
 
পথসভায় নূর বলেন, সামনের জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনের মধ্য দিয়েই নির্ধারিত হবে, আগামী বাংলাদেশ কোন পথে অগ্রসর হবে। বিগত ৫০ বছরের রাজনীতিকে ‘ধর, মার, খাও ও লুটপাটের রাজনীতি’ হিসেবে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এমপি পর্যন্ত অনেক জনপ্রতিনিধি উন্নয়নের নামে জনগণের সম্পদ লুটপাট করেছেন।
 
নুরুল হক নুর অভিযোগ করে বলেন, একটি মসজিদের জন্য ৩ লাখ টাকা বরাদ্দ হলে দেড় লাখ টাকার কাজ হয়। ২ কোটি টাকার রাস্তার কাজ হয় ১ কোটি টাকারও কম। ফলে বছরের ভেতরেই রাস্তায় গর্ত, মানুষের দুর্ভোগ। অটো উল্টে মানুষ মারা যাচ্ছে। এসবের কারণ, কাজের অর্ধেকও বাস্তবায়ন না হওয়া।
 
ভিপি নুর আরও বলেন, এসব অনিয়মের সঙ্গে অনেক জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি জড়িত, তাঁরা কমিশন নেন। তবে তাঁর দলের কর্মীদের ‘মানুষের জন্য জীবন উৎসর্গ করা সংগ্রামী মানুষ’ হিসেবে দাবি করেন তিনি।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর