দীর্ঘ ২২ বছর পর দেশের ফুটবল মাঠে ভারতকে পরাজিত করায় বাংলাদেশ ফুটবল দল ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে তিনি এই অভিনন্দন জানান।
বিজ্ঞপ্তিতে বিএনপির মহাসচিব বলেন, অভিনন্দন, ২২ বছর পর দেশের ফুটবল মাঠে ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের। ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালের পর আবার ভারতের বিপক্ষে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশের ফুটবল টিম।
মির্জা ফখরুল আরো বলেন, ১১ মিনিটে শেখ মোরসালিনের করা গোলটিকে ধরে রেখে ১-০ গোলেই এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচটি জিতল বাংলাদেশ। প্রত্যাশিত এ বিজয়ে বাংলাদেশ ফুটবল টিম ও কর্মকর্তাদের অভিনন্দন।
সর্বশেষ, ২০০৩ সালে মতিউর মুন্নার গোল্ডেন গোলে এসেছিল ভারতের বিপক্ষে জয়। জাতীয় স্টেডিয়ামে আজ মুন্নার আত্মা যেন ভর করেছিল শেখ মোরসালিনের ওপর।
তার গোলেই যে ভারতকে ১-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: