[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ২০শে নভেম্বর ২০২৫, ৬ই অগ্রহায়ণ ১৪৩২
thecitybank.com

ইসির সঙ্গে সংলাপে গুরুত্বপূর্ণ পরামর্শ ড. মঈন খানের

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৯ নভেম্বার ২০২৫, ১৯:২৬

ছবি: সংগ্রহীত
নির্বাচন কমিশন ভবনে ইসি কর্মকর্তাদের সঙ্গে সংলাপে কথা বলছেন বিএনপি নেতা ড. মঈন খান। 
 
নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে অংশ নিয়ে নির্বাচনি আচরণবিধি, প্রযুক্তি ব্যবহার ও স্বচ্ছ নির্বাচনের প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। 
 
তিনি বলেন, ‘রিটার্নিং অফিসার নিয়োগের ক্ষেত্রে সরকারের কাছ থেকে লোকবল ধার না নিয়ে নির্বাচন কমিশনকে নিজের ভেতরের জনবল দিয়ে এই দায়িত্ব পালন করা উচিত, যা নির্বাচনের বিশ্বাসযোগ্যতা বাড়াবে।’
 
বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত সংলাপে এই পরামর্শ দেন মঈন খান।
 
সংলাপে বিএনপি নেতা বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করতে হলে রাজনৈতিক দলগুলোর একটাই দায়িত্ব, নিয়ম মেনে নির্বাচন করা। 
 
তফসিল ঘোষণার পর আচরণবিধি প্রতিপালনে সব দলকে দায়িত্বশীল হতে হবে বলে তিনি মন্তব্য করেন। তার ভাষায়, ‘স্বাধীনতা মানে যা খুশি তাই করা নয়, স্বাধীনতা সবসময় কিছু নিয়মের মধ্যে থাকে।’
 
অঙ্গীকারনামা প্রসঙ্গে মঈন খান বলেন, অতীতে বহু নির্বাচনে অংশ নিলেও এ ধরনের অঙ্গীকারনামা দিতে হয়েছে বলে তার মনে পড়ে না। এ ধরনের কাগজে স্বাক্ষর করানোতে কোনো পরিবর্তন আসবে না, যদি রাজনৈতিক দলগুলো নিজেদের আচরণ নিয়ন্ত্রণ করতে না পারে। 
 
তাই নির্বাচন কমিশনকে অতিরিক্ত জটিলতা না বাড়িয়ে প্রক্রিয়াটি সহজ রাখার পরামর্শ দেন তিনি।
 
প্রযুক্তি ব্যবহার ও এআই–সোশ্যাল মিডিয়ার ভুল তথ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে মঈন খান বলেন, বাক-স্বাধীনতা আছে বটে, তবে তার অপব্যবহার করা গ্রহণযোগ্য নয়। ‘ফ্রিডম ইজ নট অ্যাবসলিউট’ উল্লেখ করে তিনি দায়িত্বশীল ব্যবহারের দিকে ইঙ্গিত করেন।
 
সংলাপে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, লিঙ্গ-বৈষম্যহীনতা এবং ধর্মকে রাজনৈতিক প্রচারণায় ব্যবহার না করার বিষয়েও সমর্থন জানান তিনি। ধর্মীয় উপাসনালয়কে রাজনৈতিক কাজে ব্যবহার না করার পক্ষে তার স্পষ্ট অবস্থান তুলে ধরেন।
 
নির্বাচন কমিশনকে শক্ত অবস্থানে থেকে নিজেদের সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করার আহ্বানও জানান মঈন খান।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর