বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, গণহত্যার রায়ের বিষয়ে দীর্ঘদিন ধরে সবার একটি আকাঙ্ক্ষা ছিল। আমরা ছাত্রশিবির দ্রুত রায় প্রদানের বিষয়ে গণমিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছি। ধীরগতি হলেও অবশেষে গণহত্যার রায় হয়েছে। কিন্তু এই রায় যথেষ্ট নয়।
দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার এ রায় কার্যকর করা জরুরি।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরের ভোলা জেলা পরিষদ হলরুমে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ভোলা সরকারি কলেজ শাখা ছাত্রশিবির এ অনুষ্ঠানের আয়োজন করে।
ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, শেখ হাসিনা যেহেতু ভারতে পালিয়ে আছেন।
তাকে সরকার ইন্টারপোলের মাধমে দ্রুত দেশে এনে ফাঁসির রায় কার্যকর করবে বলে আশা করছি।
তিনি বলেন, পুলিশপ্রধান মামুনের যে সাজা দেওয়া হয়েছে, আমরা তার দ্বিমত পোষণ করছি। কারণ, সে যে অপরাধ করেছে, তার ন্যায়বিচার পরিপূর্ণ হয়নি। তারও আমরা সর্বোচ্চ শাস্তির দাবি করছি।
এ ছাড়া আমরা মনে করছি, তার বিষয়ে আপিল ও রিভিউ হবে এবং তারও সর্বোচ্চ শাস্তি হবে।
জাহিদুল ইসলাম আরো বলেন, ছাত্রলীগ গণহত্যাকারী। তারা বিগত দিনে ক্যাম্পাসে ফ্যাসিবাদী রাজনীতি করেছে। ছাত্ররাজনীতিকে কলুষিত করেছে।
ভোলা সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি ইমরান হোসাইনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির স্পোর্টস সম্পাদক হারুন অর রশিদ রাফি, পাঠাগার সম্পাদক সোহেল রানা, সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের আইনজীবী অ্যাডভোকেট মো. পারভেজ হোসেইন, ভোলা শহর শাখার ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল আমিন, সেক্রেটারি মো. হাসনাইন আহমেদ প্রমুখ।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: