[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৮ই নভেম্বর ২০২৫, ৩রা অগ্রহায়ণ ১৪৩২
thecitybank.com

নির্বাচনের আগে ফাঁসির রায় কার্যকরের দাবি সারজিস আলমের

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৭ নভেম্বার ২০২৫, ১৯:১১

ছবি: সংগ্রহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
 
সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ দাবি জানান তিনি।
 
সারজিস আলম বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ফাঁসির রায়ের মাধ্যমে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মা শান্তি পেয়েছে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। দল হিসেবেও আওয়ামী লীগের বিচারের দাবি জানাচ্ছি।
 
সারজিস বলেন, নির্বাচনের আগে যদি তার ফাঁসির রায় কার্যকর করা যায়, তাহলে মানুষ মনে শান্তি নিয়ে নির্বাচনে যেতে পারবে। যেকোনো উপায়ে দেশে ফিরিয়ে এনে নির্বাচনের আগে রায় কার্যকর করার দাবি জানাই।
 
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির আদেশ দেন। এছাড়া সাবেক আইজিপি আব্দুল্লাহ আল-মামুনের ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর