বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ তুরস্ক দূতাবাসের রাষ্ট্রদূত রামিস সেন। রোববার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরাস্থ আমিরে জামায়াতের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সোমবার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সাক্ষাৎকারটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে তারা বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, মানবিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
উভয় দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা ভবিষ্যতে আরও জোরদার হবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করেন তারা। এ সময় আমিরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: