[email protected] ঢাকা | সোমবার, ১৭ই নভেম্বর ২০২৫, ২রা অগ্রহায়ণ ১৪৩২
thecitybank.com

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

হাসিনার রায় ঘিরে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা রুখে দিন: ফখরুল

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৬ নভেম্বার ২০২৫, ১৯:৪৩

ছবি: সংগ্রহীত
মানবতাবিরোধী অপরাধে আগামীকাল শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই রায়কে ঘিরে সারাদেশে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে। যেকোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  
 
রোববার (১৬ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
 
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা আয়োজন করে বিএনপি গঠিত ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি।’
 
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে রায়। এ নিয়ে চরম একটা অনিশ্চয়তা, আতঙ্ক সারাদেশে বিরাজ করছে— এটা বলার অপেক্ষা রাখে না এবং একটা মহল এটা নিয়ে দেশে আবার নৈরাজ সৃষ্টি করার জন্য পাঁয়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে।’
 
বিএনপি মহাসচিব বলেন, ‘অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে রাজনৈতিক কাঠামোকে একটা জায়গায় নিয়ে আসার। কিন্তু সেটা আমাদের আশা-আকাঙক্ষার সঙ্গে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, সেটা এখনো বলার সময় আসেনি। আমরা বারবার বলেছি যে, নির্বাচনই হচ্ছে একমাত্র পথ, যা দিয়ে আমরা গণতন্ত্রে যেতে পারব, আমাদের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করার চেষ্টা করতে পারব।’
 
মির্জা ফখরুল বলেন, ‘অনেকটা বিভ্রান্তি, অনেকটা হতাশা, অনিশ্চয়তার মধ্যে দিয়েও কিন্তু এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে, ২৬ এর ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যহত বা বিলম্বিত করতে চায়।’
 
ফখরুল বলেন, ‘এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, সেটা একটা নির্বাচিত সরকার। যার পেছনে জনগণ থাকবে। আমি আপনাদের কাছে এইটুকু আবেদন জানাব, আহ্বান জানাব, সমস্ত রাজনৈতিক দলের কাছে যে, কালবিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে এদেশের মানুষকে তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ সৃষ্টি করে দিন।’
 
বিএনপি মহাসচিব বলেন, ‘ছাত্রদের গণঅভ্যুত্থানে মধ্য দিয়ে যে সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা নষ্ট না করি এবং গণতন্ত্রে উত্তরণের পথকে যেন আমরা সহজ করে তুলি। সেই লক্ষে আমাদের কাজ করতে হবে। সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান জানাব, আসুন ওই প্রশ্নে ঐকবদ্ধ থাকি যে আমরা গণতন্ত্রকে এখানে প্রতিষ্ঠা করব, এই প্রশ্নে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের দিকে এগিয়ে যাই। মওলানা ভাসানীর যে আদর্শ, সেই আদর্শের ওপর ভিত্তি করে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।’
 
ফখরুল বলেন, ‘অর্থনীতির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। নির্বাচিত সরকার না থাকলে আরও খারাপ হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে। নির্বাচিত সরকার না থাকলে আরও খারাপ হবে।’
 
‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি’র আহ্বায়ক বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা হেলেন জেরিন খান প্রমুখ।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর