প্রকাশিত:
১৫ নভেম্বার ২০২৫, ২০:৩১
চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ভোলাহাটে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) রাতে ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানি জজের অনুসারীরা মিছিলটি বের করেন এবং মিছিলটি ভোলাহাট আম ফাউন্ডেশন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আম চত্বরে গিয়ে শেষ হয়।
মশাল মিছিলে অংশ নেওয়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে তৃণমূলের মতামত উপেক্ষা করা হয়েছে । তাদের দাবি, বিগত সময়ে স্থানীয় নেতাকর্মীদের সাথে সাবেক এমপি আমিনুল ইসলামের কোনো সম্পর্ক ছিল না। স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতা মূল্যায়ন না করেই কেন্দ্রীয়ভাবে আমিনুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা তৃণমূলের অধিকাংশ নেতাকর্মী প্রত্যাখ্যান করেছেন।
নেতাকর্মীরা বলেন, আমিনুল ইসলাম ছাড়া অন্য যে কাউকে মনোনয়ন দিলে আমরা মেনে নিবো। তৃণমূল নেতাকর্মীর ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে। তারা আমিনুল ইসলাম ছাড়া অন্য যে কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
এই সময় উপস্থিত ছিলেন, ছাত্রদল আসিফ, নবুয়াত, তুহিন, স্বেচ্ছাসেবক দলের আরমান আলী, রিয়েল আলি, হৃদয় আলীসহ তৃণমূল কর্মীরা।
উল্লেখ্য, এর আগে আমিনুল ইসলামের প্রাথমিক মনোনয়ন বাতিল দাবীতে নাচোল ও গোমস্তাপুর উপজেলায় মশাল করেন বিএনপির নেতাকর্মীরা।
আ.হ.র/আ.আ
মন্তব্য করুন: