[email protected] ঢাকা | সোমবার, ৮ই ডিসেম্বর ২০২৫, ২৩শে অগ্রহায়ণ ১৪৩২
thecitybank.com

শাহবাজপুর ইউনিয়নে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

উপজেলা সংবাদদাতা:

প্রকাশিত:
১৫ নভেম্বার ২০২৫, ২০:২৩

শাহবাজপুরে যুব সমাবেশে নেতৃবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ২ নং শাহবাজপুর ইউনিয়ন শাখার যুব বিভাগের আয়োজনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রাজশাহী মহানগর আমির, শিবগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-০১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা ডক্টর কেরামত আলী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে, বাংলাদেশ জামায়াতে ইসলামী, শিবগঞ্জ উপজেলা শাখার আমির মাওঃ সাদিকুল ইসলাম, নয়েব আমির ও শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, অধ্যাপক আব্দুল মান্নান, শিবগঞ্জ উপজেলা শিল্প ও বনিক সমিতির সভাপতি ইউসুফ আলীসহ শাহবাজপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী, ছাত্র ও যুব বিভাগের বিভিন্ন স্তরের দায়িত্বশীল, কর্মি ও সমর্থকবৃন্দ।

ছাত্র ও যুব সমাবেশেটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাহবাজপুর ইউনিয়ন আমির ও সাবেক চেয়ারম্যান জনাব অধ্যাপক তোজাম্মেল হক এর সভাপতিত্বে সমাপ্ত করা হয়।

স.জ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর