[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ৯ই পৌষ ১৪৩২
thecitybank.com

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে বৈঠকে ব্রিটিশ

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১২ নভেম্বার ২০২৫, ১৮:৩৫

ছবি: সংগ্রহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। 
 
বুধবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। 
 
এ নিয়ে ঢাকার ব্রিটিশ হাইকমিশনের ফেইসবুক পোস্টে জানানো হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্তরাজ্যের চলমান সংলাপের অংশ হিসেবে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারিত্বের বিভিন্ন দিকসহ জাতীয় নির্বাচনের পরিবেশ ও আনুষঙ্গিক বিষয়গুলো উঠে আসে আলোচনায়।
 
এর আগে, এ বছরের ২৮ মে নাহিদ ইসলাম ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার সঙ্গে বৈঠক করেন সারাহ কুক।
 
ওই বৈঠক নিয়ে ব্রিটিশ হাইকমিশন জানিয়েছিল, বাংলাদেশে যুক্তরাজ্যের অব্যাহত সমর্থন, একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও  সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর