[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ৯ই পৌষ ১৪৩২
thecitybank.com

৫ আগস্টের প্রেক্ষাপট বিএনপির, নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান: মঈন খান

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৯ নভেম্বার ২০২৫, ২২:৪৮

ছবি: সংগ্রহীত
ধর্মকে পুঁজি করা রাজনীতিতে বিএনপি বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
 
রোববার (৯ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে এতিম ও অসহায় এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে কোরআন ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এমন কথা বলেন তিনি।
 
মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ ধর্মান্ধ নয়। যারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করতে চায়, বিএনপি সেই রাজনীতিতে বিশ্বাস করে না।
 
ফ্যাসিবাদকে সরাতে বিএনপি নেতাকর্মীদের ত্যাগের কথা তুলে ধরে তিনি আরও বলেন, আমরা শুধু ছাত্র জনতার কথা বলি, কিন্তু ১ লাখ মামলা, হামলা, খুন ও গুম সহ্য করেও বিএনপি কর্মীরা পিছু হটেনি। আওয়ামী লীগের মতো পালিয়েও যায়নি, রাজপথ ছাড়েনি।
 
তিনি দাবি করেন, ৫ আগস্ট যে বিস্ফোরণ হয়েছিল, তার প্রেক্ষাপট রচনা করেছে বিএনপি। আর নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান।
 
একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ১৭ নয়, ১৯ বছর ধরে নির্যাতনের শিকার বিএনপি কর্মীরা। তবু বিএনপির উদারতাকে অনেকে ভুল বুঝে, অনেকে ভাবে তারা যা বলবে বিএনপি তাই মেনে নেবে।
 
ধর্মকে রাজনীতিতে ব্যবহারকারীদের বিষয়ে সতর্ক করে তিনি আরও বলেন, ধর্মের নামে যারা আজকে হাদিয়া সংগ্রহ করছে, তাদের তালাক দেয়ার সময় এসেছে, বিচ্ছেদ করার সময় এসেছে।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর