বর্তমান সংবিধানে গণভোট বলতে কিছু নেই। রাজনৈতিক দলগুলো কথায় কথায় রাজপথে গেলে আবারও সহিংসতা সৃষ্টি হবে বলে আশঙ্কা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘জনতার ইশতেহার’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কিছু কিছু দল সংস্কার ইস্যুতে জনগণ নয়, নিজেদের মালিক মনে করছে। একটা স্বৈরাচারী মনোভাব তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। তারপরও ঐকমত্যে আসতে হবে। যেটুকু ঐকমত্য হয়েছে সেটা বাস্তবায়ন করা হবে, যেটাতে ঐকমত্য হয়নি সেটা জনগনের কাছে নিয়ে যেতে হবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, জনমত তৈরিতে ও সরকারককে বুঝানোর জন্য গণভোট ইস্যুতে আন্দোলন করছে জামায়াত। আলোচনার জন্য বিএনপিকে আহ্বান জানানো হলেও সাড়া দেয়নি দলটি দাবি এই জামায়াত নেতার। জুলাই সনদকে ফান্দে ফেলার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সেমিনারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে না পারলে অন্তর্বর্তী সরকার নেবে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: