[email protected] ঢাকা | শনিবার, ৮ই নভেম্বর ২০২৫, ২৪শে কার্তিক ১৪৩২
thecitybank.com

আওয়ামীলীগের ভোট চাইলেন খালেদা জিয়ার উপদেষ্টা শাহজাহান মিয়া

উপজেলা সংবাদদাতা:

প্রকাশিত:
৮ নভেম্বার ২০২৫, ১৩:৩০

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শাহজাহান মিঞা। ছবি: চাঁপাই জার্নাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের দলীয় প্রার্থী অধ্যাপক শাহজাহান মিয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ভোলাহাট মোহবুল্লাহ কলেজ মাঠে বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহসম্পাদক ও সাবেক এমপি আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশের প্রধান বক্তার বক্তব্যে এ আহ্বান করেছেন।

বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামীলীগ ভাইদের আহ্বান করবো, অনুরোধ করবো। আপনারা দেশকে ভালোবাসেন। আমি মনে করি আওয়ামীলীগের তো সবাই খারাপ না। হাসিনা এত খারাপ কাজ করেছিল আপনারা সবাই জানেন। যার ফলে তাকে পালিয়ে যেতে হয়েছে। আওয়ামীলীগের থেকে বিএনপিতে মুক্তিযোদ্ধা বেশি আছে। আমি বিশ্বাস করি আপনারা বিএনপিকে ভোট দিবেন। যারা একাত্তরে পরাজিত হয়েছিল সেই শক্তিকে টেনে আনিয়েন না। আপনারা ভোট না দিলে তারায় আবার ক্ষমতায় চলে আসবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে শাহজাহান মিয়া বলেন, আমাদের প্রতিপক্ষ জামায়াতে ইসলাম। এ দল কিন্তু কঠিন দল। তারা চুপিচুপি আমাদের মা বোনদের কাছে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনারা এখান থেকে যেয়ে আপনাদের মা-বোন, চাচা-চাচি, পাড়া-প্রতিবেশিকে ধানের শীষের কথা বলবেন।

এই সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা হারুনুর রশিদ।

আ.হা.রু/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর