[email protected] ঢাকা | শনিবার, ৮ই নভেম্বর ২০২৫, ২৪শে কার্তিক ১৪৩২
thecitybank.com

“হাসিনার দালালদের প্রত্যাখ্যান করে অন্য কাউকে নমিনেশন দেন”

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৭ নভেম্বার ২০২৫, ২০:৫১

সমাবেশে জেলা বিএনপির নেতৃবৃন্দ। ছবি: জেলা বিএনপির মিডিয়া সেল

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে সদ্য ঘোষিত মনোনীতদের হাসিনার দালাল উল্লেখ্য করে তাদের মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি।

শুক্রবার (০৭ নভেম্বর) বিকেলে ‘১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার সংহতি বিপ্লব’ উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন বক্তারা।

চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক ইসমাইল বিশ্বাস বলেন, চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তারা বিগত আন্দোলন ও সংগ্রামে মাঠে ছিল না। ২০১৮ সালের বির্তকিত নির্বাচনে বিজয়ী হয়ে শপথ গ্রহণ করে সংসদ গিয়ে আমাদের দলকে গোটা বিশ্বের কাছে ছোট করেছিল। এই নমিনেশন তৃণমূল বিএনপির ইচ্ছার প্রতিফলন হয়নি। তাই এই তিন আসনে মনোনয়ন পূর্ণবিবেচনার জন্য বিনীতভাবে আবেদন জানাচ্ছি।

সমাবেশে উপস্থিত জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম দলের হাইকমান্ডকে উদ্দেশ্য করে বলেন, জনগণ আপনাদেরকে ভালোবাসে। তাই জনগনের কথা মাথায় রেখে এই সব অবৈধ হাসিনার দালালদের প্রত্যাখান করে চাঁপাইনবাবগঞ্জের যাকে ইচ্ছা তাকে মনোনয়ন দেন। তাহলে প্রত্যেকটি এমপি প্রার্থীকে আমরা পাশ করিয়ে আপনাকে উপহার দিবো ইনশাআল্লহ।

সমাবেশে জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া বলেন, আমি হারুন সাহেবের উদ্দেশ্যে বলতে চাই। আপনি মনোনয়ন পেয়েছেন তবে এটা চূড়ান্ত মনোনয়ন নই। তবে দলের যেসমস্ত নেতাকর্মী হাসিনার আমলে জুলুম নির্যাতনের শিকার হয়েছিল সেসমস্ত নেতাকর্মীর সাথে মনোনয়ন পাওয়ার পর দেখা করা ও আলোচনা করা আপনার উচিত ছিল।

সমাবেশে আরোও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ওবায়েদ পাঠান, চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচিসহ প্রমুখ।

প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে যথাক্রমে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শাহজাহান মিঞা, বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আমিনুল ইসলাম ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশিদ মনোনয়ন পান। তাদের মধ্যে আমিনুল ইসলাম ও হারুনুর রশিদ  ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে যান। যা নিয়ে তখন থেকেই চাঁপাইনবাবগঞ্জের তৃণমূল বিএনপিতে ক্ষোভের সঞ্চার রয়েছে। অপরদিকে শাহজাহান মিঞা বয়োজৈষ্ঠ হয়ে যাওয়ার কারণে সেখানেও নতুন মুখ দেখতে চান তৃণমূল বিএনপি।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর