[email protected] ঢাকা | শনিবার, ৮ই নভেম্বর ২০২৫, ২৩শে কার্তিক ১৪৩২
thecitybank.com

ভোলাহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত

উপজেলা সংবাদদাতা:

প্রকাশিত:
৭ নভেম্বার ২০২৫, ১৮:২৯

ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে গরু তুলে দিচ্ছেন জামায়াত নেতা ড. মিজানুর রহমান। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মো. শওকত আলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে একটি গরু সহায়তা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ড. মো. মিজানুর রহমান।

জানা যায়, গতকাল দিবাগত রাত ১টার দিকে ভোলাহাট উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের তিলকী গ্রামের শওকত আলীর গোয়ালঘরে আগুন লাগে। এতে তার চারটি গরু, দুটি ছাগল ও হাঁস-মুরগি পুড়ে যায়। অগ্নিকাণ্ডে পরিবারটি নিঃস্ব হয়ে পড়ে। স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে মারা যায় চারটি গরু ও দুটি ছাগল। এতে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের ধারণা, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা জামায়াতের নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মো. মিজানুর রহমান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটিকে একটি গরু সহায়তা প্রদান করেন।

ড. মিজানুর রহমান বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি। যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি এলাকার বিত্তবানদেরও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. লোকমান আলী, সেক্রেটারি মো. তৌহিদুর রহমান, গোয়ালবাড়ী ইউনিয়নের মাওলানা আব্দুর রউফ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. একরামুল হক, ওয়ার্ড সভাপতি তরিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আ.হা.রু/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর