[email protected] ঢাকা | শুক্রবার, ৭ই নভেম্বর ২০২৫, ২২শে কার্তিক ১৪৩২
thecitybank.com

বিএনপি বা জামায়াতের সঙ্গে যে শর্তে জোট করতে পারে এনসিপি

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৬ নভেম্বার ২০২৫, ২২:২৮

ছবি: সংগ্রহীত
জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে থাকলে বিএনপি অথবা জামায়াতরে সঙ্গে জোট হতে পারে বলে জনিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
 
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ‘দেশ বদলাবে নতুন নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভায় কথা বলছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 
 
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ‘দেশ বদলাবে নতুন নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভায় কথা বলছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 
 
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘দেশ বদলাবে নতুন নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে যদি বিএনপি অথবা জামায়াত থাকে, তবে তাদের যে কোনো একদলের সঙ্গে জোট হতে পারে।
 
জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নে ৯ দলীয় রাজনীতিক জোট হওয়ার সম্ভাবনার কথাও জানান দলের শীর্ষ এই নেতা। 
 
এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন নিয়ে একটা দল উঠেপড়ে লেগেছে। বহুদলীয় গণতন্ত্রের অন্যতম শর্ত হলো নিজ প্রতীকে নির্বাচন করবে।
 
জামায়াতের আজকের কর্মসূচির প্রেক্ষিতে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশ অচল করে দেয়ার মতো কর্মসূচি আমরা দেখতে চাই না।
 
এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেন, সংসদে বিরোধীদল হিসেবে বিএনপি ব্যর্থ। যারা বিরোধী দল হিসেবে সংসদে ব্যর্থ, তারা কিভাবে সরকারি দল হিসেবে সফল হবে?
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর