[email protected] ঢাকা | শুক্রবার, ৭ই নভেম্বর ২০২৫, ২২শে কার্তিক ১৪৩২
thecitybank.com

যাদের উপর আস্থা আছে, তাদেরকে ভোট দিবেন: ডা. শফিকুর

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৬ নভেম্বার ২০২৫, ২২:১০

ছবি: সংগ্রহীত
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনৈতিক দলগুলো দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না। রাজনীতি হবে রাজার নীতি, আমাদের দেশের অবস্থা পুরোটা ভিন্ন। আগামী নির্বাচনে যাদের ব্যাপারে আস্থা থাকবে তাদের ভোট দেবেন। 
 
তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা বলতেন ক্ষমতাচ্যুত হলে ৫ লাখ মানুষ খুন হবে। আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর গত বছরের ৫ আগস্ট দলীয় এবং দেশবাসীকে শান্তির আহবান জানিয়েছিলাম। দেশে সরকার না থাকা অবস্থায়ও কোনো খুন হয়নি।
 
তিনি বলেন, আগামীতে আমাদের যারা এমপি নির্বাচিত হবেন, তারা সরকারি প্লট নেবে না, বিনা ট্যাক্সের গাড়ি নেবো না বলে ঘোষণা দিয়েছি। জনগনের হকের পাহারাদারি করতে পারলে আমরা সার্থক বলে মনে করবো। 
 
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর একটি কনভেনশন হলে সিলেট মহানগর জামায়াতের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলামের সভাপতিত্বে সুধী সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এহসানুল মাহবুব জুবায়েরসহ জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সিলেটের বিভিন্ন আসনে জামায়াতের প্রার্থীরা অংশ নেন। 
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর