[email protected] ঢাকা | শুক্রবার, ৭ই নভেম্বর ২০২৫, ২২শে কার্তিক ১৪৩২
thecitybank.com

ভারতের কাছে থেকে পদ্মা নদীর ন্যায্য পানি আদায় করা হবে: হারুনুর রশিদ

উপজেলা সংবাদদাতা:

প্রকাশিত:
৬ নভেম্বার ২০২৫, ২১:৫১

বা দিক থেকে (আমিনুল ইসলাম, হারুনুর রশিদ ও শাহজাহান মিঞা)। ছবি: চাঁপাই জার্নাল

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, পদ্মা কেবল একটি নদী নয়, এটি আমাদের জীবনরেখা। এই নদীর পানি বন্ধ হয়ে গেলে উত্তরবঙ্গের কৃষি, অর্থনীতি ও পরিবেশ ধ্বংসের মুখে পড়বে। তাই পদ্মার ন্যায্য পানি বণ্টনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দুর্বার আন্দোলনের মাধ্যমে ভারতের কাছে থেকে পদ্মা নদীর ন্যায্য পানি আদায় করা হবে।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হারুনুর রশিদ।

বৃহস্পতিবার (৬ই নভেম্বর) নাচোল ডাকবাংলো মাঠে নাচোল পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিাত ছিলেন সাবেক এমপি(৪৫ চাঁপাইনবাবগঞ্জ ১) অধ্যাপক,শাজাহান মিঞা।এছাড়া নাচোল পৌর বিএনপির সভাপতি মোশেদ্দুকুর রহমান,সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা,কসবা ইউপির চেয়োরম্যান জাকারিয়া আল মেহরাব সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, ভারত যদি আমাদের বন্ধু হতো, তাহলে নরহত্যাকারী, গুম ও বিচারবহির্ভ‚ত হত্যার দায়ীরা, যারা বিনা ভোটে অন্যায়ভাবে ১৫ বছর ক্ষমতা দখল করেছে তাদের আশ্রয় দিতো না। বরং বাংলাদেশের কাছে ফেরত দিতো। যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা জনগণের বন্ধু না বলেও উল্লেখ করেন তিনি।এ সময় বক্তারা বলেন, নদীর পানি বন্ধ হয়ে গেলে উত্তরবঙ্গের কৃষি, অর্থনীতি ও পরিবেশ সম্প‚র্ণ ধ্বংসের মুখে পডবে। তাই পদ্মার ন্যায্য পানি বণ্টনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তারা।

জ.হ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর