[email protected] ঢাকা | শুক্রবার, ৭ই নভেম্বর ২০২৫, ২২শে কার্তিক ১৪৩২
thecitybank.com

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস : এ্যানি

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৫ নভেম্বার ২০২৫, ২০:০৯

ছবি: সংগ্রহীত
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খালেদা জিয়া আমাদের মনোবল, খালেদা জিয়া আমাদের সাহস। এই প্রেরণা থেকে আজকে আমরা এক ও ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্য সুদৃঢ় ঐক্য। এই ঐক্যের মধ্যে থাকলে কেউ কোনো সম্প্রদায়ের কাউকে আঘাত করার কোনো সুযোগ পাবে না।
 
বুধবার (৫ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ গ্রামে শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমে অষ্ট প্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞ ও মহোৎসব-১৪৩২ বঙ্গাব্দ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রীকৃষ্ণের রাস পূর্ণিমা উপলক্ষে এ আয়োজন করা হয়।
 
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। কেন তাকে বারবার জেলে নিয়ে রাখতে হবে? কেন তাকে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করতে হবে? এমন জায়গায় তাকে নিয়েছে, সুস্থ মানুষ অসুস্থ হয়ে আজকে হাসপাতাল আর বাসায় আসা-যাওয়া করতে হচ্ছে।
 
তারপরও বেঁচে আছেন, সম্মান-শ্রদ্ধার জায়গায় আছেন। 
তিনি বলেন, আমরা এই সমাজে একসঙ্গে বসবাস করছি, একটি ভূখণ্ডে আছি। এই ভূখণ্ডে ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে যারা বসবাস করে সবাই বাংলাদেশি। কেউ আমরা মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ-কেউ খ্রিস্টান সম্প্রদায়, মারমা-চাকমা, আদিবাসী সবাইতো আছি, এটি একটি রংধনু।
 
রংধনুর যেমন সাতটা রং। এই বিএনপির রাজনীতির মধ্যে ওই রংধনুটা আছে। সব ধর্মের মানুষের সম্মানের জায়গা আমরা রেখেছি। এটি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন। ওই দর্শন নিয়েই গ্রামেগঞ্জে কথা বলি।
 
সহজ স্বাভাবিক রাজনীতি।
 
এ্যানি আরো বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র। সব ধর্মের মানুষ এই দেশে আছে। ধর্মের প্রতি যে সম্মান, এটি আমাদের রাজনীতির মধ্যে আছে। বিএনপিকে বলা হয় গণমানুষের দল, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলা হয় গণমানুষের নেতা। বিএনপির রাজনীতিতে ফ্যাসিবাদ নেই, কর্তৃত্ববাদ নেই, দখলদারি নেই, প্রতিহিংসা নেই। 
 
তিনি বলেন, বিএনপি সব ধর্মের প্রতি সম্মান দেখিয়ে আজকে প্রেসিডেন্ট জিয়ার রাজনৈতিক দর্শনকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে-পরামর্শে তারেক রহমান লন্ডনে বসে সবাইকে একত্রিত করেছেন, সবাইকে নেতৃত্ব দিচ্ছেন। সব সম্প্রদায়ের সঙ্গে তিনি সুন্দর সম্পর্ক রেখে নতুন একটা বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে এসেছেন। নতুন বাংলাদেশ গড়া আমাদের দায়িত্ব, আমরা তার হাতকে শক্তিশালী করব।
 
রাধা গোবিন্দ সেবাশ্রমের সভাপতি বাবু নান্টু কর্মকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি ডা. রত্ন দ্বীপ পাল, জেলা ওলামা দলের সভাপতি শাহ মো. এমরান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান ও যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহা প্রমুখ।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর