[email protected] ঢাকা | শুক্রবার, ৭ই নভেম্বর ২০২৫, ২২শে কার্তিক ১৪৩২
thecitybank.com

‘১৮ মাসে এক কোটি চাকরি’ নিছক বাগ্মিতা নয়, সুনির্দিষ্ট পরিকল্পনা: আমীর খসরু

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৪ নভেম্বার ২০২৫, ১৯:৫৫

ছবি: সংগ্রহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতায় গেলে ১৮ মাসের মধ্যে এক কোটি লোকের চাকরির ব্যবস্থা করার যে প্রতিশ্রুতি বিএনপি দিচ্ছে, তা কোনো নিছক ‘রাজনৈতিক বাগ্মিতা’ নয়, বরং এটি একটি সুনির্দিষ্ট ও সার্বিক পরিকল্পনা।
 
সোমবার (৪ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভায় বক্তৃতা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
 
সোমবার (৪ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভায় বক্তৃতা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
 
সোমবার (৪ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তার চতুর্থ সংলাপ’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
 
আমীর খসরু নতুন প্রজন্মের মাঝে ধৈর্যের অভাবের বিষয়টি তুলে ধরে বলেন, ‘ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যে কোনো পরিবর্তন আনতে না পারলে অস্থিরতা শুরু হবে।’ সেই ভাবনা থেকেই বিএনপি প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে কর্মসংস্থান এবং অর্থনীতি নিয়ে সার্বিক পরিকল্পনা সম্পন্ন করেছে। 
 
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, বিএনপি ক্ষমতায় আসতে পারলে এই কাজ শুরু করতে দেরি হবে না।
 
প্রবাসীদের রেমিট্যান্সকে দেশের অর্থনীতির অন্যতম স্তম্ভ হিসেবে উল্লেখ করে আমীর খসরু বলেন, প্রবাস ইস্যু এখন দেশের সামাজিক ও রাজনৈতিক জীবনে সম্মুখ সারিতে আছে।
 
তিনি জানান, প্রবাসীদের ভোটের অধিকার দেয়া বিএনপির প্রস্তাব ছিল। ‘যাদের রেমিট্যান্সে বাংলাদেশের অর্থনীতি চলে, তাদের ভোটাধিকার থাকা, যাওয়া-আসা ভালোভাবে নিশ্চিত করতে হবে,’ বলেন তিনি। তাদের সম্মান ও ন্যায্যতা কতখানি দেয়া হয়, ভবিষ্যতে সেই রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে।
 
এ ছাড়াও আমীর খসরু জানান, সরকারের আওতায় থাকা যেসব দায়িত্ব বেসরকারিভাবে সম্পাদন সম্ভব, সেগুলো সরকারের কাঁধ থেকে সরিয়ে নেয়ারও পরিকল্পনা আছে বিএনপির।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর