প্রকাশিত:
৪ নভেম্বার ২০২৫, ১৭:০১
চাঁপাইনবাবগঞ্জে একজন প্রতিবন্ধির স্ত্রী ও তিনজন হতদ্ররিদ্রের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা লতিফুর রহমান। মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকেলে জেলা জামায়াত অফিসে এই সেলাই মেশিন বিতরণ কর্মসূচী পালিত হয়।
জানা যায়, তিনজন হতদ্ররিদ্র নারী এবং একজন প্রতিবন্ধির স্ত্রী জামায়াত নেতা লতিফুর রহমানের সাথে দেখা করেন এবং তাদের অসহায়ত্বের কথা জানান। পরে মানবিক দিক বিবেচনা করে নিজ উদ্যোগে চার পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন জামায়াত নেতা লতিফুর রহমান।
সেলাই মেশিন নিতে আশা এক নারী বলেন, সেলাই মেশিনের প্রশিক্ষণ নিয়েছি অনেক আগেই কিন্তু টাকার অভাবে একটি মেশিন কিনতে পারি নাই। আজকে জামায়াত নেতা লতিফুর রহমানের পক্ষ থেকে আমাকে সেলাই মেশিনটি দেওয়া হয়েছে। একটি সেলাই মেশিন থাকলে মাসে কমপক্ষে ৬ থেকে ৭ হাজার টাকা আয় করা যায়।
জামায়াত নেতা লতিফুর রহমান জানান, চারজন নারী তাদের অসহায়ত্বের কথা বলতে আমার অফিসে এসেছিলেন। পরে আমি তাদের কথা মনোযোগ দিয়ে শুনি এবং তাদের কর্মসংস্থানের কথা চিন্তা করে সেলাই মেশিন দেওয়ার চিন্তা করি। এতে তারা স্বাবল্বমী হতে পারবেন বলে আশা করছি।
এই সময় সমাজসেবক আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: