প্রকাশিত:
৪ নভেম্বার ২০২৫, ১২:৪৬
আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৩৭ আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। এতে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসন থেকে মনোনয়ন পেয়ছে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশিদ।
সোমবার (৩ নভেম্বর) দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজনৈতিক সূত্রে জানা যায়, হারুনুর রশিদ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এর আগে দলটির যুগ্ন মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে ২০১৮ এর সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে সংসদে যান হারুনুর রশিদ। সংসদে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে সরব থাকতেন তিনি। তার ক্ষুরধার বক্তব্যে হাসিনার পার্লামেন্ট কেঁপে উঠতো। তিনি কখনো পরিমনি বোর্টক্লাব ইস্যু, জাতীয় সংসদে তোলা বৈষম্য নিরোধের নতুন আইনের বিরোধিতা, সরকারের বিরুদ্ধে ওয়াজ মাহফিলে বাধা প্রদানের অভিযোগ, তৎকালীন বিরোধী দলের উপর দমন পীড়ন, বিচার ব্যাবস্থা ভেঙ্গে পড়া, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের চাকরির পরিক্ষায় বৈষম্য, সরকারে বাজেট নিয়ে সমালোচনা আবার কখনো ওয়াক করে সংসদ গরম করে রেখেছিলেন তিনি। এতে মাঝে মধ্যেই বিপাকে পড়তেন হাসিনার পার্লামেন্ট। এছাড়া কুরআন হাদিসের আয়াত ব্যাবহার করে বক্তব্য দিয়ে দেশজুড়ে আলোচনায় এসেছিলেন বিএনপির এই সংসদ সদস্য।
অপরদিকে বিএনপির প্রার্থী ঘোষণার পর জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া এক ফেসবুক পোষ্টে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, তার সিদ্ধান্তকেই আমরা স্বাগত জানায়।
প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনটি সদর উপজেলা উপজেলা নিয়ে গঠিত। এই আসনে জামায়াতের মনোনীতি প্রার্থী হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও ঢাক মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল। নির্বাচনে ধারণা করা হচ্ছে দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে তুমুল প্রতিযোগিতা হবে।]
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: