[email protected] ঢাকা | শুক্রবার, ৭ই নভেম্বর ২০২৫, ২২শে কার্তিক ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপির শাহাজাহানের প্রতিদ্বন্দ্বী জামায়াতের কেরামত আলী

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৩ নভেম্বার ২০২৫, ২১:৩৩

অধ্যাপক শাহজাহান মিঞা ও কেরামত আলী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী ঘোষণা করা হয়েছে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি অধ্যাপক শাহজাহান মিঞা।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে অধ্যাপক শাহজাহান মিঞাকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করেন তিনি। তিনি এই আসন থেকে একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এদিকে এই আসনে জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে মাঠ আছেন রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. কেরামত আলী। তিনি শিবগঞ্জ উপজলো পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

ধারণা করা হচ্ছে, ভোটের মাঠে এই দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে।

এদিন বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ করে। স্থায়ী কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর