[email protected] ঢাকা | শুক্রবার, ৭ই নভেম্বর ২০২৫, ২২শে কার্তিক ১৪৩২
thecitybank.com

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এলডিসি গ্রাজুয়েশন ছাড়া এলডিসি থেকে উত্তরণ অযৌক্তিক: আমীর খসরু

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২ নভেম্বার ২০২৫, ১৯:৫১

ছবি: সংগ্রহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আর্থিক খাতের স্থিতিশীলতা, পুঁজিবাজারের উন্নয়নসহ মৌলিক বিষয় সংস্কার না করে এলডিসি গ্রাজুয়েশন ছাড়া এলডিসি উত্তরণ অযৌক্তিক।
 
রোববার (২ নভেম্বর) তৈরি পোশাক খাতের সংকট ও সম্ভাবনা নিয়ে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ এসোসিয়েশন -বিজিবিএ আয়োজিত আলোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
আমীর খসরু বলেন, দেশের উন্নয়নে, কর্মসংস্থান তৈরিতে স্বদিচ্ছা থাকলে সকল স্টেকহোল্ডারের লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে। 
 
বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ব্যবসায়ীদের ব্যবসাবান্ধব পরিবেশ দিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ব্যবসা যত বেশি নিয়ন্ত্রণ করা হবে, ব্যবসার খরচ ততো বাড়বে। বিএনপির প্রথম কাজ হবে ব্যবসার বাধা দূর করা।
 
আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই নিজেরা নিজের ব্যবসা পরিচালনার জন্য ব্যবসায়ীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
 
বিএনপি ক্ষমতায় এলে আমতান্ত্রিক জটিলতাসহ ব্যবসার সকল বাধা দূর করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির এই নেতা।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর