[email protected] ঢাকা | শুক্রবার, ৭ই নভেম্বর ২০২৫, ২২শে কার্তিক ১৪৩২
thecitybank.com

স্বাধীনতা-গণতন্ত্র ও দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত ছাত্রদল : এ্যানি

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২ নভেম্বার ২০২৫, ১৯:০০

ছবি: সংগ্রহীত
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নবীন শিক্ষার্থীদের মেধা ও শক্তিই আমাদের শক্তি, এটাই জাতীয়তাবাদী ছাত্রদলের মূল ভিত্তি। আমরা এই প্রেরণা ও চেতনা ধারণ করি। ছাত্রদলের আছে স্বাধীনতার চেতনা, গণতন্ত্রের চেতনা এবং দেশপ্রেমের চেতনা। সব মিলিয়ে ছাত্রদল এমন একটি সংগঠন, যা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে, শৃঙ্খলা শেখায়, মেধাবী নেতৃত্ব তৈরি করে এবং শিক্ষা-সংস্কৃতির বিকাশ ঘটায়।
 
রোববার (২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাস মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ১৯৭৯ সাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন নেতৃত্বের মাধ্যমে ছাত্রদল সারাদেশে সর্ববৃহৎ ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে। আমরা কাজ করছি, ভবিষ্যতেও করে যাব। দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে নয় বছর ধরে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে আমরা সামনের সারিতে ছিলাম। সে সময় সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রদল মেধাবী শিক্ষার্থীদের সমর্থন নিয়ে এককভাবে বিজয়ী হয়েছিল।
 
তিনি আরও বলেন, গত ১৭ বছর ছাত্রদল প্রকৃত অর্থে ছাত্ররাজনীতি করতে পারেনি, কারণ তারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিরন্তর প্রতিবাদ জানিয়ে এসেছে। তারা লড়েছে, সংগ্রাম করেছে, নির্যাতনের শিকার হয়েছে, গুম ও খুনের শিকার হয়েছে। জুলাই আন্দোলনে ১৪২ জন শহীদ হয়েছে। বলা যায়, ১৭ বছরে ১৭ হাজার নেতাকর্মী নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবুও সময়ের সঙ্গে তাল মিলিয়ে ছাত্রদলকে নতুনভাবে এগিয়ে যেতে হবে। আইটি ও বিজ্ঞানের যুগে, সোশ্যাল মিডিয়ার এই সময়ে শিক্ষার্থীরা কী জানতে চায় সেই তথ্য দ্রুত তাদের কাছে পৌঁছে দিতে হবে। কেন্দ্র থেকে শুরু করে প্রতিটি ইউনিটে এটি এখন নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।
 
কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কলেজ ছাত্রদলের সদস্য সচিব আজিম হোসাইন হারুন, যুগ্ম আহ্বায়ক রিংকু পাটওয়ারী প্রমুখ।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর