[email protected] ঢাকা | শুক্রবার, ৭ই নভেম্বর ২০২৫, ২২শে কার্তিক ১৪৩২
thecitybank.com

ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

chapaijournaldesk

প্রকাশিত:
২ নভেম্বার ২০২৫, ১৮:৪৬

ছবি: সংগ্রহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা মনে করি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া উচিত। তারাই নির্বাচন পিছিয়ে দিতে চায়, যারা সরকারের সঙ্গে জুলাই সনদ মুখোমুখি করতে চায়। 
 
রোববার (২ নভেম্বর) সকালে ভোলা পরিষদ হল রুমে এনসিপির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
 
তিনি আরও বলেন, যারা জুলাই সনদ চায় না তারা দেশকে কোন দিকে নিয়ে যাচ্ছে। সেটা জনগণ বুঝে গেছে। 
 
হাসনাত বলেন, আমরা তাদের সঙ্গে জোটবদ্ধ করবো, যারা সংস্কারের পক্ষে এবং রাষ্ট্রীয় সাংবিধানিক কাঠামোর দুর্বলতা উত্তরণে আমাদের পাশে থাকবে। তাদেরই জোটবদ্ধ করবো।
তিনি বলেন, জামায়াত নিরপেক্ষ পিআর চায় এবং তারা তাদের আগের দাবি থেকে সরে এসেছেন, এটা আমাদের বিশ্বাস।
 
সভায় সভাপতিত্ব করেন, জেলা সমন্বয়কারী মেহেদী হাসান শরীফ। এছাড়াও উপস্থিত ছিলেন- বরিশাল বিভাগীয় সমন্বয়কারী মুজাহিদুল ইসলাম শাহীন, ডা. মাহমুদা আক্তার মিতু প্রমুখ। 
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর