[email protected] ঢাকা | বুধবার, ২৪শে ডিসেম্বর ২০২৫, ৯ই পৌষ ১৪৩২
thecitybank.com

সংস্কারের পক্ষে যারা থাকবে, তাদের নিয়ে দেশ গড়বো: হাসনাত

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১ নভেম্বার ২০২৫, ১৯:৫৪

ছবি: সংগ্রহীত
সংস্কারের পক্ষে থাকাদের নিয়ে দেশ গড়তে চান বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
 
শনিবার (১ নভেম্বর) বিকেলে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক বলেন, 
বিএনপি বলে আমরা জামায়াত আর জামায়াত বলে আমরা বিএনপি। তার মানে আমরা সঠিক পথে আছি৷ আমরা বিএনপি না জামায়াত না, সংস্কারের পক্ষে যারা থাকবে, তাদের নিয়ে দেশ গড়বো।
 
জোট করতে হলে কাদের সঙ্গে জোট করবেন এ প্রশ্নের জবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবে তাদের সঙ্গে করবো।’
 
গণভোট সংস্কার বাস্তবায়নের একটা প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, অতি দ্রুত এর অর্ডার জারি করতে হবে। এই আদেশ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
 
হাসনাত আব্দুল্লাহ বলেন, 
দেখিয়েছে জরিনা, এখন বলছে সংসার করতে হবে সকিনার সঙ্গে! আমরা শুরু থেকেই বলেছি আগে সনদ দেখাতে হবে। এরপরে সিদ্ধান্ত নেয়া হবে সিগনেচার করব কি করব না। তখন তারা আমাদের বিরোধিতা করেছিলেন। কেউ যদি জুলাই সনদে স্বাক্ষর করার পরে বলেন যে তাদের এটা দেখানো হয়নি-- এমনটা ছিল না তবে, তার দায় আমরা নেব কেন?
 
এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর কাছ থেকে জুলাই বিপ্লবের সার্টিফিকেট নেয়ার চেয়ে বিষ খেয়ে মরে যাওয়া ভালো বলেও মন্তব্য করেন এনসিপির এ নেতা।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর