রাজনীতিতে আর পেশীশক্তিনির্ভর পূর্বের ধারা আর চলবে না উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, দেশের রাজনৈতিক পরিবেশ পরিবর্তন হয়েছে, এখন গণতান্ত্রিক চর্চা ও মতাদর্শিক সংলাপই হবে রাজনীতির মূলভিত্তি।
শনিবার (১ নভেম্বর) সকালে সেন্টার ফর গভার্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।
তাসনিম জারা বলেন, রাজনীতিকদের মধ্যে কাঙ্ক্ষিত ঐক্য হয়নি। মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, তবে গণতান্ত্রিক চর্চা বজায় থাকলে সমাধান পাওয়া সম্ভব। জুলাই সনদের সুপারিশে স্বাস্থ্য কমিশনের প্রতিবেদন কে বাস্তবায়ন করবে, তা নির্দিষ্ট করে উল্লেখ করা নেই।
তিনি আরও বলেন, রাস্তায় নামা ছাড়া কিছুই বাস্তবায়ন করা যায় না। আন্দোলন আর অনশনই দাবি আদায়ের একমাত্র উপায়— এই ধারণা থেকে বের হতে হবে। পরিবর্তন চাইলে রাজনৈতিক কাঠামোতেও পরিবর্তন প্রয়োজন।
তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করা জরুরি উল্লেখ করে এনসিপির এই নেত্রী বলেন, সুস্থ পরিবেশ না থাকলে তরুণরা রাজনীতির প্রতি আগ্রহ হারায়। এ জন্য ভোটার হওয়ার বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করার প্রস্তাবও দেওয়া হয়েছিল। বিশ্বের বেশ কয়েকটি দেশে ১৬ বছর বয়সেই ভোট দেওয়ার সুযোগ রয়েছে।
নারীদের রাজনৈতিক অন্তর্ভুক্তি বিষয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থানে নারীরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। অথচ সিদ্ধান্ত গ্রহণের জায়গায় তাদের উপস্থিতি এখনও সীমিত। আমরা সংরক্ষিত আসন ৫০ থেকে ১০০তে উন্নীত করার প্রস্তাব দিয়েছিলাম।
তিনি আরও বলেন, রাজনীতি এখন বদলে গেছে। পেশীশক্তির রাজনীতি আর চলবে না। জনগণ সচেতন, তারা পরিবর্তন চায়। তাই রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক ও নীতিনিষ্ঠ রাজনীতিতে ফিরতে হবে।
সংলাপে রাজনীতিকদের মধ্যে মতাদর্শভিত্তিক সংলাপ, গণতান্ত্রিক আচরণ এবং রাজনৈতিক সংস্কৃতি উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: