[email protected] ঢাকা | শনিবার, ১লা নভেম্বর ২০২৫, ১৭ই কার্তিক ১৪৩২
thecitybank.com

নিজেকে তৈরি করতে হবে প্রতিযোগিতার মাধ্যমে: এ্যানি

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৩০ অক্টোবার ২০২৫, ২০:৫৩

ছবি: সংগ্রহীত
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, নিজেকে গড়তে হলে, তৈরি করে নিতে হবে, প্রতিযোগিতার মাধ্যমে। মনে রাখতে হবে নিজের আগ্রহটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন থেকে নিজেকে সম্পন্নভাবে প্রস্তুত করতে হবে। আমার বিশ্বাস প্রতিটি শিক্ষার্থীর অভিভাবক সচেতন। সব অভিভাবক নিজেদের সন্তানদের খুব দায়িত্বশীল।
 
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউন হল মিলনায়তন কক্ষে ‘বই পাঠ-উত্তর প্রতিক্রিয়া লিখন,’ পর্যালোচনা ও বই বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
 
এ্যানি বলেন, আমরা এ সমাজে বেঁচে থাকতে হলে। আমাদেরকে চ্যালেঞ্জ নিয়ে বেঁচে থাকতে হবে। এখন যদি আমি না শিখি, না বুঝি, না করি। তাহলে ভবিষ্যতে উচ্চ শিক্ষায় পৌঁছালে অনেক কষ্ট সহ্য করতে হবে। যারা বিজ্ঞান বিভাগে পড়ালেখা করে। তারা যেন গণিত, বিজ্ঞান, রসায়ন মনোযোগ দিয়ে পড়তে হবে।
 
লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরির সভাপতি অধ্যাপক মাঈন উদ্দিন পাঠানের সভাপতিত্বে ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক কার্তিক সেন গুপ্তের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ গিয়াস উদ্দিন, হারুনুর রশিদ বাবুল, লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল ও কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম তফন, সাবেক উপাধ্যক্ষ হেলাল উদ্দিন মাহমুদ ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনসহ প্রমুখ।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর