[email protected] ঢাকা | শুক্রবার, ৭ই নভেম্বর ২০২৫, ২২শে কার্তিক ১৪৩২
thecitybank.com

ক্ষমতায় গেলে পাশবিকতা ও লুটপাটহীন সমাজ উপহার দেবে জামায়াত: গোলাম পরওয়ার

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৩০ অক্টোবার ২০২৫, ১৫:৫৩

ছবি: সংগ্রহীত
ক্ষমতায় গেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাশবিকতা ও লুটপাটহীন মানবিকতার সমাজ উপহার দেবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে গুলশানে দলের কেন্দ্রীয় মহিলা বিভাগ আয়োজিত ব্রেস্ট ক্যানসার সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে এমনটা জানান তিনি।
 
শাসক না হয়ে সেবক হয়ে চিকিৎসাসহ সব নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার আশ্বাস দিয়ে জামায়াতের এই সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াত ক্ষমতায় যেতে না পারলেও স্বাস্থ্য খাতের উন্নয়নে দেশব্যাপী সেবামূলক কাজ অব্যাহত থাকবে।
 
যেকোনো অনৈতিক কাজে বাধা দিতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাতে চাই৷ মানবিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে জামায়াত।
 
আদর্শিক সমাজ ব্যবস্থায় শিক্ষাকে উৎপাদনমুখি করে তুলার কথা জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, শিক্ষা ও মানবিকতার ভিত্তিতে জাতি গঠন করবে জামায়াত। দুর্নীতি রোধ করে স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের যে স্বপ্ন জাতিকে দেখানো হয়েছে, তা পূরণে বদ্ধপরিকর জামায়াতে ইসলামী।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর