[email protected] ঢাকা | বুধবার, ২৯শে অক্টোবর ২০২৫, ১৪ই কার্তিক ১৪৩২
thecitybank.com

‘গণভোটের তারিখ ঘোষণা বিলম্বিত হলে নির্বাচন নিয়ে সংকট ঘনীভূত হবে’

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৯ অক্টোবার ২০২৫, ১৮:১৯

ছবি: সংগ্রহীত
গণভোটের তারিখ ঘোষণা যতো বিলম্বিত হবে জাতীয় নির্বাচন নিয়ে সংকট ততোই ঘনীভূত হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
 
বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমমনা ৮ দল যৌথ সংবাদ সম্মেলনে নভেম্বরে গণভোটের দাবি জানান। দলগুলোর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমাদ।
 
 তিনি বলেন, একটি দল গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু বিষয় পরিবর্তনের চেষ্টা করছে, এ অপচেষ্টা রুখে দেওয়া হবে। নভেম্বরে গণভোট ও জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন সম্পন্ন করতে বৃহস্পতিবার ইসির কাছে স্মারকলিপি দেবে দলগুলো।
 
 দাবি না মানলে বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সরকারকে সতর্ক করেন তারা। সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলনসহ আট রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।  
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর