[email protected] ঢাকা | বুধবার, ২৯শে অক্টোবর ২০২৫, ১৪ই কার্তিক ১৪৩২
thecitybank.com

সম্প্রীতির বাংলাদেশ গড়তে হলে নতুন নেতৃত্বের বিকল্প নেই : নুরুল হক

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৮ অক্টোবার ২০২৫, ২১:২০

ছবি: সংগ্রহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আজ আপনারা মুক্ত, স্বাধীন দেশে বাস করছেন, একটি গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখছেন। তাই আমরা বলতে চাই, এই গণঅভ্যুত্থানের সুফল ঘরে তুলতে, নাগরিক অধিকার ফিরিয়ে আনতে এবং মারামারি, হিংসা ও বিদ্বেষমুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নতুন নেতৃত্ব অপরিহার্য। সম্প্রীতির বাংলাদেশ গড়তে হলে নতুন নেতৃত্বের বিকল্প নেই। গণঅধিকার পরিষদ সেই নতুন নেতৃত্ব তৈরির কাজ করছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের দক্ষিণ বাজারে সিলেট–৬ এর (বিয়ানীবাজার–গোলাপগঞ্জ) নির্বাচনী আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট মো. জাহিদুর রহমানের সমর্থনে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, আমাদের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল ফ্যাসিবাদের উত্তাল সময়ে। সে আন্দোলনে এই মঞ্চের এবং মঞ্চের বাইরে থাকা অসংখ্য নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু আমরা জনগণের মুক্তির যে লড়াইয়ে নেমেছিলাম, মুক্তি না পাওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হইনি, ঘরে ফিরে যাইনি।

তিনি আরও বলেন, আজকের পরিবর্তিত বাংলাদেশের পেছনে যাদের রক্ত ও ঘাম লেগে আছে, যাদের ত্যাগের ফলেই আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত সকল শহিদ, আহত ও পঙ্গু সংগ্রামীদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি।

নুরুল হক নুর বলেন, এখন সময় এসেছে পরিবর্তনের এই সংগ্রামকে সাফল্যে রূপ দিতে ভোটের মাধ্যমে বিপ্লব ঘটানোর। যদি আবার পুরোনো ধান্দাবাজ ও চাটুকার রাজনীতিবিদদের সুযোগ দেন, তবে দেশে ফের জুলুম ও নিপীড়নের রাজনীতি ফিরে আসবে।

সমাবেশে তিনি আনুষ্ঠানিকভাবে সিলেট-৬ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট মো. জাহিদুর রহমানের হাতে ‘ট্রাক প্রতীক’ তুলে দেন এবং প্রার্থীর নাম ঘোষণা করেন।

নুর বলেন, আগামী নির্বাচনে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণঅধিকার পরিষদ জোটবদ্ধভাবে নির্বাচন করবে। তবে অধিকাংশ আসনে দলীয় প্রার্থীরা ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর