দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে এনসিপি আয়োজিত জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখা শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন,
জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, তাহলে দেশে একটা গৃহযুদ্ধ হবে। অন্যান্য রাজনৈতিক দলের কাছে আহ্বান থাকবে আপনারা দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না।
নাসীরুদ্দীন পাটওয়ারী মনে করেন, সামনের নির্বাচন হচ্ছে লাউ কদুর নির্বাচন। লাউ হলো বিএনপি আর কদু হলো জামায়াত। এরা একসঙ্গেই ছিলেন। এরা এখন একটু ঢং ধরেছে। সমঝোতার মাধ্যমে কাজ করছে।
এনসিপির এ নেতা বলেন,
জুলাই বিক্রি করতে আসিনি। জুলাইকে সঠিক পথে রাখছি। বিএনপি, জামায়াত — আপনারা জাহাজ বানিয়েছেন, তেল আমরা তরুণ প্রজন্ম নিয়ে এসেছি।
বুলেট রেভ্যুলেশনের পর এবার ব্যালট রেভ্যুলেশনে মানুষ জবাব দেবে বলে মন্তব্য করে অন্য রাজনৈতিক দলের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আপনারা এমন কিছু করবেন না, যাতে ভোটের মাধ্যমে হারিয়ে যান।
তিনি বলেন, গণভোট আগেই হতে হবে। একই দিনে নির্বাচন হলে ভয়ভীতি দেখিয়ে জাতীয় নির্বাচনে প্রার্থীরা সনদের বিরুদ্ধে মানুষকে প্ররোচিত করতে পারে। সরকারের আগে নির্বাচনের কমিশনের সক্ষমতা যাচাই করতে গণভোট আগেই নেয়া উচিত।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের ‘হাস্যকর’ মন্তব্যের প্রেক্ষিতে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আপনার কোথায় হাসি আসে বলবেন, তাহলে আপনার হাসি বন্ধ করে কান্না ছুটিয়ে দেব। এত হাসি কোথা থেকে আসে? আমাদের তো এখনো কান্না আসে।’
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: