প্রকাশিত:
২৮ অক্টোবার ২০২৫, ১৯:৩৭
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাট উপজেলায় ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামীলীগের লগি-বৈঠার বর্বরোচিত হামলার সাথে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে বাংলাদেশ জামায়েত ইসলামী ভোলাহাট উপজেলা শাখার আযোজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি ভোলাহাট মোহবুল্লাহ কলেজ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আম চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন ভোলাহাট উপজেলা আমীর মাও. শামসুজ্জামান আলকেশ, নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী, উপজেলা সেক্রেটারি মো. তৌহিদুর রহমান, বাইতুলমাল সেক্রেটারি মাও. ক্বারী আলাউদ্দিন, ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ পূর্ব জেলা শাখার সেক্রেটারি মো. আবদুল্লাহসহ অন্যরা।
বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮শে অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় কলঙ্কজনক কালো অধ্যায় এবং আওয়ামী অপরাজনীতির হিংস্রতার দলিল। শেখ হাসিনার নির্দেশে আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তান্ডবে গোটা দেশে এক নৈরাজ্যকর পরিস্থির সৃষ্টি হয়েছিল। বিনা উসকানিতে জামায়াতের সমাবেশে হামলা চালিয়েছিল। হত্যা করে রক্তাক্ত মৃতদেহ নিয়ে টানাহেঁচড়া এবং মৃতদেহের ওপর নৃত্য করে মানবজাতির ইতিহাসকে কলংকিত করেছিল। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান বক্তারা।
আ.হা./আ.আ
মন্তব্য করুন: