বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, তারেক রহমানের দেশে ফেরার নির্দিষ্ট তারিখ খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
একই সঙ্গে তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০০ আসনে বিএনপির একক প্রার্থীকে ‘গ্রিন সিগনাল’ দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে সালাউদ্দিন আহমদ বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি বৃহত্তর জোট গঠনের পরিকল্পনা করছে। অতীতে যারা যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে যুক্ত ছিল, তাদের জোট শরিক হিসেবেই রাখতে চায় দলটি। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সঙ্গেও আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
দুইশ আসনে একক প্রার্থী
নির্বাচন ঘিরে বিএনপির প্রার্থী চূড়ান্তকরণের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। দলীয় সূত্রে জানা গেছে, প্রতিটি নির্বাচনী এলাকায় সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আলোচনা করে একটি অগ্রাধিকার তালিকা তৈরি করেছে বিএনপি।
সালাউদ্দিন আহমদ বলেন, দুইশ আসনে আমরা সিঙ্গেল প্রার্থীকে গ্রিন সিগনাল দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলাপ করেই খুব শিগগিরই এসব আসনে একক প্রার্থীর অনুমোদন দেওয়া হবে।
বাকি আসনগুলো শরিকদের জন্য রাখা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, অনেক সমীকরণ আছে। শরিকদের জন্য কিছু আসন থাকবে, আবার কিছু আসনে এখনো সিদ্ধান্ত হয়নি।
ঢাকায় বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়েছেন তারেক রহমান
বৃহত্তর জোটের পরিকল্পনা
বাংলাদেশে প্রায় প্রতিটি নির্বাচনে রাজনৈতিক জোটের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। এবারও তেমন একটি বৃহত্তর জোট গঠনের ইঙ্গিত দিয়েছে বিএনপি।
সালাউদ্দিন আহমদ বলেন, স্বৈরাচারের পতনের আগেও আমরা যে একত্রিশ দফা প্রণয়ন করেছি, সেখানে আমাদের অঙ্গীকার ছিল—ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা যুগপৎভাবে আমাদের সঙ্গে ছিল, তাদের সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার গঠন করা হবে। এখন সেই জোটটিকেই আমরা আরও সম্প্রসারিত করতে চাই।
আরপিও সংশোধনে বিএনপির আপত্তি
গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনের খসড়ায় সরকার যে পরিবর্তন এনেছে, তাতে আপত্তি জানিয়েছে বিএনপি। বিশেষ করে, নির্বাচনে জোটবদ্ধ দলগুলোর জন্য একক প্রতীকের পরিবর্তে নিজ নিজ দলের প্রতীক ব্যবহারের বাধ্যবাধকতা আরোপের সিদ্ধান্তের বিরোধিতা করছে দলটি।
সালাউদ্দিন আহমদ বলেন, আরপিও সংশোধনের বিষয়ে আমাদের সঙ্গে যে আলোচনা হয়েছে, সেখানে আমরা এই সিদ্ধান্তের বিপক্ষে ছিলাম। কারণ এতে ছোট দলগুলো জোটে অংশ নেওয়ার উৎসাহ হারাবে। বহুদলীয় গণতন্ত্রে জোটবদ্ধ নির্বাচন একটি প্রচলিত প্রক্রিয়া, হঠাৎ করে তা বাদ দেওয়া যুক্তিসঙ্গত নয়।
তিনি জানান, আরপিও সংশোধন নিয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে সরকারকে চিঠি দেবে। দলটির মতে, নির্বাচন কমিশনকে অবহিত করে জোটভিত্তিক প্রতীক ব্যবহারের পুরনো নিয়ম পুনর্বহাল করা উচিত।
গণভোট ইস্যুতে বিএনপির অবস্থান
গণভোট ইস্যুতে জামায়াতে ইসলামীর করা মন্তব্যেরও জবাব দেন বিএনপির এই নেতা। জামায়াত বলেছিল, গণভোট নিয়ে সরকার ও বিএনপি টালবাহানা করছে।
তারেক রহমানের প্রত্যাবর্তন
তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি নিয়ে বিএনপির ভেতরে ও বাইরে নানা আলোচনা চলছে। সালাউদ্দিন আহমদ বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন বলে আমরা আশা করছি। ফেরার তারিখও শিগগিরই ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, তারেক রহমান দেশে ফিরে দলের নেতৃত্বে সরাসরি অংশ নেবেন, নির্বাচনী প্রস্তুতি ও প্রার্থী চূড়ান্তকরণের প্রক্রিয়াতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সূত্র: বিবিসি বাংলা
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: