[email protected] ঢাকা | শুক্রবার, ৭ই নভেম্বর ২০২৫, ২৩শে কার্তিক ১৪৩২
thecitybank.com

আমি এনসিপির সঙ্গেই আছি : নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৫ অক্টোবার ২০২৫, ১৮:২৯

ছবি: সংগ্রহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের পদত্যাগ প্রসঙ্গে গণমাধ্যমে প্রচারিত সংবাদকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, আমি এনসিপির সঙ্গেই আছি। সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গেই থাকবো।
 
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
 
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমি এনসিপির সঙ্গেই আছি। একই সঙ্গে তিনি তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের জন্য মিডিয়াকে অনুরোধ জানান।
 
হঠাৎ কেন পদত্যাগের গুজব ছড়াল—এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এসব গুজব ছড়িয়ে থাকে। অনেকে অনুসন্ধানী সাংবাদিকতার নামে ভুল জায়গায় মিসাইল ছুড়ে থাকে। সত্যিকার অর্থে আমাদের যেটা প্রয়োজন, আগের আমলে দুর্নীতির যে ধারাবাহিকতা ছিল, বর্তমান সরকারও একই সঙ্গে সচিবালয় থেকে শুরু করে আমলাতন্ত্র সবাই মিলে একই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। কোথায় দুর্নীতি হচ্ছে, আমাদের মিলিটারি, পুলিশে যে সংস্কারগুলো রয়েছে এবং বিভিন্ন সংস্কার কমিশনের যে রিপোর্ট এসেছে সেখানে কোথায় ব্যত্যয় হয়েছে এগুলো নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা করা উচিত।
 
তিনি বলেন, ব্যক্তিগতভাবে রাতের মধ্যে একটা গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের অপসাংবাদিকতা থেকে বেরিয়ে আসা উচিত।
 
এনসিপির এই নেতা আরও বলেন, একটা ব্যবসায়িক গোষ্ঠী যাদের নিজস্ব পত্রিকা এবং টিভি চ্যানেল রয়েছে ওই জায়গাতে যারা সুস্থ সাংবাদিকতা করতে চাচ্ছেন তারাও অপসাংবাদিকতার শিকার হচ্ছেন। এ সময় বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি চর্চার আহ্বান জানান তিনি।
 
ডেস্ক/ই.ই

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর