[email protected] ঢাকা | শুক্রবার, ৭ই নভেম্বর ২০২৫, ২৩শে কার্তিক ১৪৩২
thecitybank.com

নির্বাচনে বিএনপিকেই জয়ী করতে হবে : শামসুজ্জামান দুদু

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৯ অক্টোবার ২০২৫, ১৭:২১

ছবি: সংগ্রহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘বিএনপিকে ঠেকানোর জন্য নির্বাচন প্রলম্বিত করা হয়েছে। চারিদিকে আগুন লাগানো হচ্ছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থির করা হচ্ছে।’

আজ রবিবার (১৯ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা শহরের শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনমিয়কালে এ কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, ‘ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই নির্বাচনে বিএনপিকেই জয়ী করতে হবে।’
শামসুজ্জামান দুদু বলেন, ‘একটি পাল্টা শক্তি নানাভাবে নানা মুখরোচক মিথ্যা কথা প্রচার করছে। কেউ কেউ বলছে তাদের সেই মার্কায় ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবে। এক আল্লাহ ছাড়া বেহেস্তের মালিক কেউ না।

এমন মিথ্যাবাদীরা যদি ক্ষমতায় যায় তাহলে দেশের সর্বনাশ হবে।’
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামীম রেজা ডালিম।

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর