[email protected] ঢাকা | শুক্রবার, ৭ই নভেম্বর ২০২৫, ২৩শে কার্তিক ১৪৩২
thecitybank.com

জুলাই সনদ নিয়ে গণভোট আগে হলে নির্বাচন কীভাবে হবে, প্রশ্ন রিজভীর

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৫ অক্টোবার ২০২৫, ১৭:৫০

ছবি: সংগ্রহীত

যদি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হয়, সেক্ষেত্র নির্বাচন ও গণভোট একসঙ্গে করা ছাড়া গত্যন্তর নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জাতীয় নির্বাচনে বহুবিধ কাজ থাকে। জুলাই সনদ নিয়ে গণভোট আগে করলে নির্বাচন কীভাবে করবে? তখন এটি নিয়ে ধোয়াশা তৈরী হবে।

তিনি বলেন, দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা দিন দিন বাড়ছে, দ্রুত জাতীয় নিবাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা না দিলে এই সমস্যাগুলো আরও ঘনীভূত হবে।

পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে হঠাৎ করে পিআর- এর কথা বললে বিভ্রান্তি তৈরি হবে। দীর্ঘদিনের গণতান্ত্রিক উন্নয়নের কারণে পৃথিবীর যেসব দেশে সামাজিক উন্নয়ন হয়েছে সেখানে পিআর পদ্ধতি চালু আছে, তারপরও এটি নিয়ে বিতর্ক রয়েছে।

বিশ্বের কোথাও পিআর পূর্নাঙ্গভাবে বাস্তবায়ন সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর