[email protected] ঢাকা | শুক্রবার, ৭ই নভেম্বর ২০২৫, ২৩শে কার্তিক ১৪৩২
thecitybank.com

ঐকমত্যের বাইরে কিছু করার সুযোগ নাই: আমীর খসরু

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৯ অক্টোবার ২০২৫, ১৫:৪৭

ছবি: সংগ্রহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঐকমত্যের বাইরে কিছু করার সুযোগ নাই। যেটুকু ঐকমত্য হয়েছে ততোটুকুর মধ্যেই থাকতে হবে।
 
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
 
আমীর খসরু বলেন, প্রত্যকেটি দলের নিজস্ব কিছু অধিকার আছে। যারা বিএনপির সাথে আগে জোটে ছিলো, তারা চাইলে আলাদাভাবে প্রার্থী দিতেই পারে, আবার জোটেও থাকতে পারে। কাউকে রুল করার মতো কিছু নেই।
 
ঐকমত্যের বিষয়ে তিনি বলেন, যতোটুকু ঐকমত্য হবে ততোটুকু নিয়ে এগিয়ে যেতে হবে। রাজনীতিবিদদের সব নির্ধারণ করার দায়িত্ব জনগণ কোনও রাজনৈতিক দলকে দেয়নি। কোন দল কী করছে সেটা দলের সিদ্ধান্ত। বিএনপি বিএনপির মতো করে সিদ্ধান্ত নেবে।
 
এর আগে, বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ এর সাথে বৈঠকে বসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জার্মান রাষ্ট্রদূতের সাথে বিএনপির বৈঠক শেষে বিএনপি নেতা আমীর খসরু জানান, বাংলাদেশ জার্মানির আগামী দিনের সম্পর্ক, ব্যবসা বাণিজ্য নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
 
তিনি আরও বলেন, জার্মানরা মনে করছে বাংলাদেশে বিনিয়োগ ভালো হবে। শুধু নির্বাচিত সরকার হলেই বিনিয়োগ শুরু করবে জার্মানিসহ বিভিন্ন দেশ।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর