[email protected] ঢাকা | শনিবার, ৮ই নভেম্বর ২০২৫, ২৩শে কার্তিক ১৪৩২
thecitybank.com

জামায়াত আমিরের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১ অক্টোবার ২০২৫, ১৫:২১

প্রতীকি ছবি
ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (১ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
 
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
 
দ্বিপক্ষীয় এই আলোচনাটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের পারস্পরিক সম্পর্ক, বিনিয়োগের সুযোগ, আন্তর্জাতিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।
 
বৈঠকে উভয়পক্ষ ভবিষ্যতে বাংলাদেশে ব্রাজিলের বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনার কথা তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশে ব্রাজিল সরকারের সমর্থন অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করা হয়।
 
সাক্ষাৎকালে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর