[email protected] ঢাকা | শনিবার, ৮ই নভেম্বর ২০২৫, ২৩শে কার্তিক ১৪৩২
thecitybank.com

দক্ষ মানুষ তৈরির পরিকল্পনা যারা করবে তাদের সন্তানরা দেশে পড়ালেখাই করে না: জামায়াত আমির

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৭ সেপ্টেম্বার ২০২৫, ১৭:৪১

ছবি: সংগ্রহীত
জামায়াত ক্ষমতায় গেলে নৈতিক আর বৈষয়িক শিক্ষার মেলবন্ধন তৈরি করা হবে জানিয়ে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় মানুষের মেধার অপচয় হয়। তাই এ ভাঙা শিক্ষা ব্যবস্থা থাকবে না।
 
ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিল অধিবেশনে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 
 
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এফডিইবি) বার্ষিক কাউন্সিল অধিবেশনের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
 
ডা. শফিকুর রহমান বলেন, 
দক্ষ মানুষ তৈরি করার পরিকল্পনাটা কারও মধ্যে নেই। যারা করবে তাদের সন্তানরা দেশে পড়ালেখাই করে না। তাদের কোনো দরদ নেই এই জাতির প্রতি।
 
 সবাই চাকরিজীবী হলে চাকরি দেবে কে-- এমন প্রশ্ন রেখে ডা. শফিকুর রহমান বলেন, কাউকে কাউকে তো উদ্যোক্তাও হতে হবে। না পারার ইতিহাস থেকে পেরে ওঠার ইতিহাস তৈরি করতে হবে।
 
তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় মানুষের মেধার অপচয় হয়, সময়ের অপচয় হয়। তাই জামায়াত ক্ষমতায় গেলে ভাঙা শিক্ষা ব্যবস্থা থাকবে না। যে শিক্ষা অনৈতিকতা তৈরি করে সেই শিক্ষা দেয়া হবে না। নৈতিক আর বৈষয়িক শিক্ষার মেলবন্ধন তৈরি করা হবে।
 
জামায়াত আমির বলেন, আমরা ঘুণে ধরা বাংলাদেশকে বদলাতে চাই। ৫ বছরে উন্নয়নের বুলেট ট্রেন না হোক অন্তত এক্সপ্রেস ট্রেন আমরা চালাতে পারবো। 
 
ডেস্ক/ই.ই

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর